Select a page

Karnaphuli Gas Distribution Company Limited

Hotline: 16512

দরপত্র

স্থানীয় ও আন্তর্জাতিক দর পত্রের সাম্প্রতিক তথ্যের জন্য ঠিকাদার গণের নিয়মিত যোগাযোগ অংশ।

বিস্তারিত জানুন >

জিআইএস ম্যাপ

কেজিডিসিএল এর গ্যাস পাইপ লাইন ও বিভিন্ন গ্যাস স্থাপনার জিআইএস বেজড ডিজিটাল ম্যাপ।

বিস্তারিত জানুন >

কেজিডিসিএল এর সঙ্গে যোগাযোগ

কেজিডিসিএল এর সাথে গ্রাহকের যোগাযোগ ব্যবস্থা।

বিস্তারিত জানুন >

অনলাইন বিলিং

গ্রাহকের বিল প্রদান সিস্টেম সহজ এবং দ্রুততর করার লক্ষে অনলাইন বিল পেমেন্ট পদ্ধতি চালুকরণ।

বিস্তারিত জানুন >

কোম্পানির ইতিহাস

বাংলাদেশে ষাট দশকের প্রথমদিকে প্রাকৃতিক গ্যাস কে শক্তির উৎস হিসেবে ব্যবহার শুরু হয়। ১৯৫৫ সালে সিলেট জেলায় হরিপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় যা ১৯৬১ সালে বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে। হরিপুর গ্যাসক্ষেত্র ফেঞ্চুগঞ্জে ২৮ মাইল ৮ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সার কারখানা(এনজিএনএফএল) এ গ্যাস সরবারহের মাধ্যমে বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করে। ১৯৫৯ সালে ছাতক গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় যা ১২মাইল লম্বা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবারহ করে ১৯৬০ সালে বানিজ্যিক উৎপাদন শুরু করে।

জরুরি অবস্থা নিয়ন্ত্রণ কক্ষ

+88 031 655796, +88 031 2556936 , +8801730 728444

কর্ণফুলি গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড,
১৩৭/এ, সিডিএ এভিনিউ, ষোলশহর, চট্টগ্রাম।

giay nam depgiay luoi namgiay nam cong sogiay cao got nugiay the thao nu